ঢাকা: অবরোধে সহিংসতা এড়িয়ে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে বৃহস্পতিবার দেশের গুরুত্বপূর্ণ সব মহাসড়কে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১৫০ জন সেনাবাহিনী। সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাহ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, শীতকালীন মহড়ায় অংশগ্রহণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দেশের প্রধান প্রধান সড়ক- মহাসড়কে থাকবে সেনাবাহিনী। যে কোনো নাশকতামূলক কর্মকান্ড প্রতিহত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিনভর সেনাবাহিনীর বেশ কয়েকটি টিমকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সাভারের উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা সেনাবাহিনীর দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘জনগনের স্বার্থে সেনাবাহিনী অর্থনৈতিক যোগাযোগ ঠিক রাখতে মহাসড়কে দায়িত্ব পালন করছে।’
এছাড়াও সাতক্ষীরা থেকে আমাদের প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর একটি দল সাতক্ষীরা শহরে গিয়ে পৌঁছায়। এর পরপর কিছু গণমাধ্যমে ‘সাতক্ষীরায় সেনা মোতায়েন’ উল্লেখ করা হলেও জেলা প্রশাসক ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এটা শীতকালীন মহড়ার অংশ।
‘শহরে পৌঁছেই সেনাসদস্যরা জেলা স্টেডিয়ামসহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন’ উল্লেখ করে সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার জানান, তারা রেকি করছে।
আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম এটিএন টাইমসকে জানান, আইন শৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরায় সেনা মোতায়েন করা হয়নি। সেখানে শীতকালীন মহড়া দিচ্ছেন সেনা সদস্যরা। এ কারণে কয়েকটি টহল গাড়ি দেখা গেছে।
“যে সব গণমাধ্যম সেনা মোতায়েনের সংবাদ প্রকাশ করেছে তারা জাতিকে ভুল তথ্য দিচ্ছে।”
তিনি আরও বলেন, এটা নিরাপত্তার দায়িত্বের কোনো টহল নয়।
No comments:
Post a Comment