বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর
নেতা আব্দুল কাদের
মোল্লার দাফন তার গ্রামের বাড়ি
ফরিদপুরে সম্পন্ন হয়েছে।
ফাঁসির রায় কার্যকর
হওয়ার কিছু সময় পর মিঃ
মোল্লার মৃতদেহ নিয়ে পুলিশের গাড়ি
বহর রাতেই ফরিদপুরে
তার গ্রামের বাড়ির
দিকে যাত্রা শুরু করে।তবে ঢাকা থেকে কাদের মোল্লার
মৃতদেহ গ্রহণ করেন মিঃ মোল্লার ছোটভাই।
এছাড়াও সেখানে উপস্থিত
ছিলেন স্থানীয় প্রশাসনের
কর্মকর্তারা এবং জামায়াতে
ইসলামীর নেতাকর্মীরা।
তাদের উপস্থিতিতে ভোররাতেই পারিবারিক
কবরস্থানে দাফন হয় কাদের মোল্লার
মৃতদেহ।
কাদের মোল্লার ইচ্ছানুযায়ী
তার বাবা-মা’র কবরের
পাশেই দাফন করা হয় তাকে।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, নিরাপত্তা
বাহিনীর কঠোর উপস্থিতি
এবং নিয়ন্ত্রণের মধ্যে
ভোর রাত চারটার দিকে জানাজা
এবং দাফনের কাজ শেষ করা
হয়।
No comments:
Post a Comment