দৈর্ঘ্যে ৪৩০ এবং প্রস্থে ২৮৫ মিটার আয়তনের এই মানব পতাকা তৈরি
২৭,১১৭জন স্বেচ্ছাসেবক। বিজয়ের এই দিনে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মধ্যে ঢুকে যাচ্ছে বাংলাদেশ৷ দুপুরে লাল আর সবুজ বোর্ড মাথার ওপর তুলে ধরেন ২৭ হাজার ১১৭ জন কিশোর-তরুণ৷ শেরেবাংলা নগরের প্যারেড গ্রাউন্ড থেকে সূর্যের দিকে মুখ তুলে হাসলো বাংলাদেশের পতাকা৷
গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অনুমোদিত পর্যবেক্ষকদের উপস্থিতিতে ‘বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা' তৈরির এ আয়োজনের উদ্যোক্তা মোবাইল ফোন অপারেটর রবি৷ আর ‘লাল-সবুজের বিশ্বজয়' শিরোনামের এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী৷
রবি'র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তালাত কামাল জানান, ‘‘গিনেজের সব নিয়ম মেনে সুষ্ঠুভাবে মানব পতাকা তৈরি হলো কি না, তার প্রমাণ হিসাবে তথ্য ও ছবি পাঠাবে দায়িত্বপ্রাপ্ত অডিট প্রতিষ্ঠান৷ নতুন রেকর্ড হলে গিনেজ কর্তৃপক্ষই সে ঘোষণা দেবে৷''
No comments:
Post a Comment